জয়-পুতুল-ববিসহ আমাদের তারা মানসিক যন্ত্রণা দিয়েছে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আমাদেরকে অপদস্থ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, 'এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন আমার মা-ভাইয়েরা। আমি ও আমার ছোট বোন বেঁচে আছি। এই পদ্মা সেতু করতে গিয়ে আমাদের অনেক অসম্মান করার চেষ্টা করা হয়েছে। অনেক অপমান করার চেষ্টা করা হয়েছে। আমার সঙ্গে সঙ্গে আমাদের উপদেষ্টা আবুল হোসেন, সচিব মোশারফ, উপদেষ্টা মশিউর রহমান, মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে অপমান করা হয়েছে।'
'আমার ছেলে-মেয়ে জয়-পুতুল, রেহানার ছেলে ববিসহ কত মানসিক যন্ত্রণা তারা দিয়েছে। কিন্তু, আমরা পিছু হটি নাই। আমাদের একটাই লক্ষ্য ছিল। আমরা এই সেতু নির্মাণ করব। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন আমরা করব। আমরা সেটা করেছি', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'সেই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। আমি আপনাদের পাশে আছি।'
স্থানীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'এখন সেতু হয়ে গেল, আমরা আসব-যাব। আপনারাও আসবেন-যাবেন। আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড হবে। আষাঢ় মাস থেকে আমরা বৃক্ষ রোপন করি। আপনারাও যার যার জায়গায় বৃক্ষ রোপন করবেন। এক ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজ সারাবিশ্বে খাদ্যের অভাব। বাংলাদেশে যেন খাদ্যের অভাব না হয়। তাই যে যাই পারেন, তাই উৎপাদন করবেন। নিজে খাবেন, অপরকে দেবেন, বাজারে পাঠাবেন।'
'এ দেশ আপনাদের। এই দেশ আমাদের। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। এই দেশকে আমরা গড়ে তুলব, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা। আজকে বাংলাদেশ যেমন আমরা খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ—সবক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আরও উন্নত জীবন যাতে আমাদের দেশের ছেলে-মেয়েরা পায়, তার ব্যবস্থা আমি করব। আজকে এটাই আপনাদের কাছে আমার ওয়াদা', বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 'বাবা-মা-ভাই সব হারিয়ে পেয়েছি আপনাদের। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপনাদের পাশেই আমি আছি। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত। এই ওয়াদা আমি দিয়ে গেলাম। আমি আপনাদের জন্যই প্রয়োজনে আমার নিজের জীবনটা দেবো।'
'আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আজকে এই কথাই শুধু বলব, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই', যোগ করেন তিনি।
Comments