পদ্মা সেতুর কাজ বাকি ৫.৭৫ শতাংশ, আছে ১২২৭ কোটি টাকা

ছবি: সাজ্জাদ হোসেন

পদ্মা সেতুর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ ও আর্থিক অগ্রগতি (ব্যয়) ৯০ দশমিক ১৮ শতাংশ। মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা।

আগামী ১১ মাসের মধ্যে মূল সেতুর বাকি কাজ সম্পন্ন করতে হবে প্রায় ১ হাজার ২২৭ কোটি টাকা দিয়ে। মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

৩০ জুলাই পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতির বিষয়ে তিনি দ্য ডেইলি স্টারকে জানান, নদী শাসন কাজের অগ্রগতি ৮৪ দশমিক ২৫ শতাংশ ও আর্থিক অগ্রগতি ৭৪ দশমিক ৮৭ শতাংশ। নদী শাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৯৭২ দশমিক ৩৮ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ৬ হাজার ৭১৭ দশমিক ৭৩ কোটি টাকা। সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার বাস্তব কাজের অগ্রগতি শতভাগ। এ খাতে বরাদ্দ ১ হাজার ৪৯৯ দশমিক ৫১ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ ৪ হাজার ৩৪২ দশমিক ২৬ কোটি টাকা। পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট, আয়কর, যানবাহন, বেতন, ভাতাদিসহ অন্যান্য খাতে খরচ ২ হাজার ৮৮৫ দশমিক ৩৬ কোটি টাকা। আর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, ও পরিবেশ খাত এবং পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট, আয়কর, যানবাহন, বেতন, ভাতাদিসহ অন্যান্যসহ এসব খাতে ৭ হাজার ৬৫৮ দশমিক ৪৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, মূল সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৮৩১ টি স্থাপন হয়েছে। রেলস্ল্যাব ২ হাজার ৯৫৯টি বসানো শেষ। সেতুতে ১২ হাজার ৩৯০টি প্যারাপেট দেয়ালের মধ্যে ৩ হাজার ৬০৬ টি বসানো হয়েছে।

প্রকল্পের সর্বমোট বাজেট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এরমধ্যে ৩১ জুলাই পর্যন্ত ২৫ হাজার ৪৯০ দশমিক ৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ শতাংশ।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

55m ago