জাজিরায় ইউপি নির্বাচনের ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলি-রাবার বুলেটে আহত ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে ভোটের ফলাফলকে কেন্দ্র করে ২ ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশ ও  আনসার সদস্যদের ছোড়া শটগানের গুলি এবং রাবার বুলেটের আঘাতে এক শিশুসহ ৩ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার বিকেলে ৮ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি একতা যুবসংঘ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত স্থানীয় বাসিন্দা রুবিনা আক্তার (৩৬), তার মেয়ে লামিছা (৩) এবং ইমরান (২৮) নামের এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি একতা যুবসংঘ কেন্দ্রে বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম (মোরগ প্রতীক) ও পরাজিত প্রার্থী মতিউর রহমান সিকদারের (ফুটবল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সমর্থকরা ভোটকেন্দ্রেও হামলা চালায়।

ভোটকেন্দ্র ভাঙচুর করে তারা নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিতদের অবরুদ্ধ করে রাখে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এতে শিশুসহ স্থানীয় ৩ জন আহত হয়।

তিনি আরও বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং আনসার সদস্যরা একযোগে ফাঁকা গুলি করে। কার গুলিতে তারা আহত হয়েছেন, এই বিষয়ে বলতে পারব না।'

 

Comments

The Daily Star  | English

Mohammadpur alarmed over muggings even in daylight

On Saturday, a 17-year-old college student was mugged near Dhaka State College on Nurjahan Road around 4:15 pm

51m ago