দেশজুড়ে রথযাত্রা

ছবি: স্টার

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ধামরায় ও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে এসব রথযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সের হাজারো ভক্ত-পুণ্যার্থী এসব রথযাত্রায় অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহরে কয়েক হাজার মানুষের বিশাল এক রথযাত্রায় অংশ নেন। এ সময় তারা ঐতিহ্যবাহী পোশাক পরে শহরের বিভিন্ন স্থান থেকে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর নন্দনকানন তুলসীধাম মোড়ে সমবেত হন।

এরপর বিকেল সাড়ে ৩টায় সুসজ্জিত রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথের পুকুরপাড় চত্বরে গিয়ে যাত্রা শেষ হয়।

তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী উৎসবের সভাপতিত্ব করেন। 

আজ বিকেল ৪টায় শহরের নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে  রথযাত্রার আয়োজন করা হয়। 

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার উদ্বোধন করেন।

রাধা-গোবিন্দ মন্দিরের সামনে থেকে ফল ও ফুল দিয়ে সাজানো জগন্নাথ দেবের পবিত্র রথের রশি টেনে বঙ্গবন্ধু সড়কে নিয়ে যান হাজারো ভক্ত-পুণ্যার্থী। এ সময় ভক্তদের উদ্দেশে ফল ছুড়ে দেওয়া হয়। 

রথযাত্রা উপলক্ষে শিশুরা রাধা-কৃষ্ণ, জগন্নাথ, বলদেব ও সুভদ্রা সেজে বের হয়।
 
পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পবিত্র রথটি বঙ্গন্ধু সড়কের চাষাঢ়া গোল চত্বর ঘুরে মেট্রো সিনেমা হল মোড়, কালীরবাজার, বাস টার্মিনাল, টানবাজার, মিনাবাজার ও ডালপট্টি হয়ে নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে গিয়ে পরিভ্রমণ সমাপ্ত করে।

এ ছাড়া আগামী ৮ জুলাই জগন্নাথদেবের উল্টো রথযাত্র অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে ইসকনের আয়োজনে লালমনিরহাট শহরের বানিয়াদিঘী শ্রী শ্রী রাধা গিরীধারী মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লালমনিরহাট ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তরা এতে অংশগ্রহণ করেন। 

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

10h ago