৩৭ ঘণ্টা পরও জ্বলছে আগুন, কোনো মামলা হয়নি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার প্রায় ৩৭ ঘণ্টা পার হয়েছে।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম দ্য ডেইলি স্টারকে জানান, আগুন এখনো থেকে থেকে জ্বলে উঠছে। শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এছাড়া যে সমস্ত কন্টেইনারে গার্মেন্টস পণ্য ছিল সেগুলোতে বাতাস লাগলেই আগুন জ্বলে উঠছে।
তিনি জানান, ডিপোর আশেপাশের পুকুরগুলো আগুন নিভানোর কাজে পানি শূন্য হয়ে গেছে। ফলে বাহির থেকে বার্জের মাধ্যমে পানি এনে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এখন এক্সকেভেটর দিয়ে কনটেইনারগুলো সরিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য রাস্তা করে দেওয়া হবে। যাতে সব জায়গায় তারা পানি দিতে পারেন।
অন্যদিকে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
Comments