লঞ্চে আগুন: বরগুনায় ৩০ জনের জানাজা সম্পন্ন, গণকবরে দাফনের প্রস্তুতি

borguna_deadbody_25dec21.jpg
ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধে নিহত অজ্ঞাতপরিচয় ৩০ জনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউস মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

মরদেহগুলো দাফনের জন্য সার্কিট হাউস সংলগ্ন পোটকাখালী গণকবরে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার সদরঘাট থেকে লঞ্চটি বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় পৌঁছানোর পর লঞ্চের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তিন থেকে চারটি ঘাট পার হয়ে গেলেও লঞ্চটি নোঙর করেননি সারেং। লঞ্চটি ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামের বিষখাঁলী নদীতে পৌঁছানোর পর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। এরপর জোয়ারে লঞ্চটি ভেসে দিয়াকুল গ্রামে সুগন্ধা নদীর পাড়ে এসে নোঙর করে।

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

13h ago