বঙ্গোপসাগরে ড্রেজারডুবি: ৩ দিনেও খোঁজ মেলেনি ২ শ্রমিকের

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

বঙ্গোপসাগরে ড্রেজারডুবির ৩ ‍দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ২ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে, গত বুধবার বঙ্গোপসাগরের মহেশখালীর ধলঘাটা পয়েন্টের দক্ষিণে হাঁসের চর এলাকায় ২টি ড্রেজার ডুবে যায়। তবে, গতকাল শুক্রবার ওই ঘটনা জানাজানি হয়।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ২ ড্রেজার ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা ৩ শ্রমিক সাঁতার কেটে টাগবোটে ওঠে। কিন্তু, অপর ২ শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ২ শ্রমিককে উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ডের সদস্যরা বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।'

নিখোঁজ শ্রমিকরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩) ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাঈন উদ্দিন সরকারের ছেলে রমজান আলী (৫৩)।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশনে অধীনে নিরাপত্তার দায়িত্বে থাকা হাডর্সন কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, 'তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি প্রকল্পে বালি ভরাটের কাজ করছিল। বুধবার বিকেলে ৫ জন শ্রমিক ২টি ড্রেজার নিয়ে মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের একটি চ্যানেল হয়ে দক্ষিণ দিকে দিয়ে কুহেলিয়া নদীতে যাচ্ছিলেন। সন্ধ্যায় ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওই ২টি ড্রেজার সাগরে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে একটি টাগবোটে উঠতে সক্ষম হয়। কিন্তু, সাজ্জাদ হোসেন ও রমজান আলী নিখোঁজ হন।'

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, 'নিখোঁজ ২ শ্রমিকের সন্ধান এখনো মেলেনি। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর ও পুলিশ যৌথভাবে ডুবে যাওয়া ড্রেজার উদ্ধার এবং নিখোঁজ ২ শ্রমিকের সন্ধানে কাজ করছে।'

Comments

The Daily Star  | English

Prioritise reform over revenge, Tarique tells party men

BNP Acting Chairman Tarique Rahman today urged his party leaders and workers to make the party's 31-point proposal a success

15m ago