প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলছে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন

কনটেইনার ডিপোতে এখনো আগুন জ্বলছে। ছবি: রাজীব রায়হান/স্টার

প্রায় ১২ ঘণ্টা হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কনটেইনার ডিপোতে লাগা আগুন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, গতকাল রাত সাড়ে ৯টায় লাগা আগুন আজ সকাল ৯টা নাগাদও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো আগুন জ্বলছে। চারপাশের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এ অবস্থায় তাকানোই কষ্টকর। এ ছাড়া, চারপাশে ছড়িয়ে পড়েছে কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ।

ঘটনাস্থল থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রয়েছে। তবে, থেমে থেমে বিস্ফোরণ হতে থাকায় ফায়ার সার্ভিসকর্মীরা এখনো ভেতরে যেতে পারছে না। ফলে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুরো ডিপোজুড়ে শত শত কনটেইনার। এর মধ্যে কোনটিতে কেমিক্যালের গ্যালন আছে বা নেই, সেটা বোঝা মুশকিল। এই পরিস্থিতিতে ভেতরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই আগুন নেভানো এখনো সম্ভব হচ্ছে না।

ডিআইজির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে ওই কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ ১৬ জন নিহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ২ শতাধিক মানুষ।

এর আগে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ওই কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Comments