সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

পরিবার-পরিজন খুঁজছেন হাত হারানো ও চোখে আঘাতপ্রাপ্ত হযরত আলী

Hazrat_Ali
হযরত আলী | ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিরাপত্তারক্ষী হযরত আলী।

বিস্ফোরণে তার ডান হাতের নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, বিস্ফোরণের সময় রাসায়নিক ছিটকে এসে তার দু-চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বেডে একা একা শুয়ে কাতরাচ্ছেন। তার খোঁজে এখন পর্যন্ত কেউ হাসপাতালে আসেনি।

চমেকের চিকিৎসক রাজিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোর সাড়ে ৫টার দিকে হযরত আলীকে এখানে আনা হয়। তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিস্ফোরণে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হওয়ায় কনুইয়ের নীচ থেকে কেটে ফেলে দিতে হয়েছে। এ ছাড়াও, তার চোখে রাসায়নিক ছিটকে এসে পড়েছে। ফলে তার চোখ আর স্বাভাবিক হবে কিনা, এখনই তা বলা যাচ্ছে না।'

'হযরত আলীর অবস্থা বেশ খারাপ। তিনি তেমন কিছুই বলতে পারছেন না। হাসপাতালে আনার পর শুধু বলেছেন যে, তার বাড়ি নারায়ণগঞ্জে এবং তিনি নিশা গ্রুপের হয়ে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। এ ছাড়া, তিনি পরিবার বা আত্মীয়-পরিজন কারও নাম বলতে পারেননি এবং কারও ফোন নম্বরও দিতে পারছেন না। ফলে পরিবারকে তার অবস্থা জানানো যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

5h ago