নারায়ণগঞ্জের নির্মাণাধীন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নারায়ণগঞ্জের সদর উপজেলার আদমজী ইপিজেডের ভেতর নির্মাণাধীন একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকাল ১১টায় কারখানার পাইলিং করার সময় গ্যাস লাইন ফেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নির্মাণাধীন কারখানার নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে গ্যাস লাইন ফেটে আগুন লেগেছে। পাইলিংয়ের কোনো কাজে বা আঘাতে হয়তো গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার নাম এখনো পাইনি। ৫টি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আশে পাশে খালি জায়গা। কোনো শ্রমিক ছিল না।হতাহত নেই।'
তিনি বলেন, 'গ্যাস লাইনের চাপ কমিয়ে এটি বন্ধ করা হচ্ছে। কিছুক্ষণ সময় লাগবে নিয়ন্ত্রণে আনতে।'
বেপজার জিএম আহসান কবির সাংবাদিকদের বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ইপিজেডের সব শ্রমিকদের নিরাপদে বের করে নিয়ে এসেছি। সেখানে কোনো শ্রমিক নেই। ওই কারখানা মাত্র নির্মাণ করা হচ্ছে।'
Comments