ট্রাক চাপায় প্রাণ গেল মা-মেয়ের

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক চাপায় মেয়ে ও মা নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ২টার দিকে বোয়ালমারীর মাছকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপপাত ইউনিয়নের টেংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুবর্ণ বিশ্বাস (৩০) এবং মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৭)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও প্রতক্ষদর্শীরা জানান, সুবর্ণা ও তার মেয়ে একটি ভ্যানে করে সহস্রাইল বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সুবর্ণা ও তার মেয়ে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। মেয়ে-মা দুজন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান,  ট্রাকটিকে জব্দ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Israel continues raids in West Bank after Gaza carnage

A Palestinian official said hundreds of people began leaving their homes in a flashpoint area of the West Bank on Thursday as Israeli forces pressed a deadly operation there

8m ago