কালীগঙ্গা নদীতে নিখোঁজ কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বর্ষণ ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে নৌভ্রমণে গিয়ে নৌকা থেকে পরে নিখোঁজ কলেজশিক্ষার্থী বর্ষণ ইসলামের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নদীর তরা সেতুর দক্ষিণ পার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বর্ষণ ইসলাম  মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিল বর্ষণ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার ৩০-৩৫ জন আরিচার যমুনা নদীতে নৌভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা সেতুর কাছে বর্ষণসহ দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যায়। সাদ্দাম নামের একজন সাঁতরে নৌকায় উঠতে পারলেও নিখোঁজ ছিল বর্ষণ।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

28m ago