কাফরুলে ডিএনসিসির ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকার কাফরুল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত সাব্বির আহমেদ রকির বয়স আনুমানিক ২৫ বছর।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লাবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাকটি জব্দ এবং চালক আব্দুস সালামকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
কাফরুল থানার সাব-ইনসপেক্টর ভাস্কর রয় জানান, ওই মোটরসাইকেলে ৩ জন ছিলেন। তাদের বাসা ওই এলাকাতেই। দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন এবং বাকি দু'জন আহন হয়েছেন। তবে, তাদের অবস্থা গুরুতর ছিল না। পুলিশ স্টাফ কলেজের বিপরীতে এ ঘটনা ঘটে।
এর আগে, গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান ও পান্থপথ এলাকায় ঢাকার দুই সিটি করপোরেশনের ২টি ময়লাবাহী ট্রাকচাপায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হন।
ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সিটি দুই সিটি করপোরেশন এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে বেশ কয়েকটি উদ্যোগ নিতে বাধ্য হয়।
Comments