ঈদযাত্রার ১২ দিনে ২৭৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৩১১, আহত ১১৯৭

স্টার অনলাইন গ্রাফিক্স

ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১৯৭ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল ও ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের ভিত্তিতে দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, নিহতের মধ্যে ৪৩ নারী ও ৫৮ শিশু রয়েছে। এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬ জন। রেলপথে ১৪টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।

Comments

The Daily Star  | English
Nahid Islam on India-Bangladesh relations

Anti-Bangladesh politics will not serve India's interests: Nahid

Calls on 'Indian elites' to cease false propaganda against Bangladesh

1h ago