টাঙ্গাইলে সেতুর অ্যাপ্রোচ রোড ধসে হাজারো গ্রামবাসীর দুর্ভোগ
টাঙ্গাইলের দেলদুয়ারে এলেংজানী নদীর উপর একটি সেতুর এক পাশের অ্যাপ্রোচ রোড ধসে স্থানীয় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে সিলিমপুর-বাবুপুর রাস্তায় ওই সেতুর ওপর দিয়ে চলাচলকারী হাজারো গ্রামবাসী ভোগান্তিতে পড়েছেন।
আশেপাশে অন্য কোনো বিকল্প সড়ক না থাকায়, ছোট ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে গন্তব্যে যেতে হচ্ছে স্থানীয়দের।
সিলিমপুর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন জানান, এবারের বর্ষার শুরুতেই নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ রোডে ফাটল ধরে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় নদীতে পানি কমার সাথে সাথে শুক্রবার বিকেলে অ্যাপ্রোচ রোডটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা আক্তার জানান, এই সেতু পারাপার হয়ে কমপক্ষে ১০টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে উপজেলা এবং জেলা সদরে যাতায়াত করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর অ্যাপ্রোচ রোডটিও পুরোপুরি ভেঙে যায়।
দেউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হেসেন বলেন, সেতুর আশেপাশের এলাকায় অবৈধভাবে এবং নির্বিচারে মাটি কাটায় অ্যাপ্রোচ রোডটি ধসে যাওয়ার আরেকটি কারণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
দেলদুয়ার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অব্দুল বাসেদ জানান, জেষ্ঠ্য কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করেছেন। 'যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,' তিনি যোগ করেন।
Comments