জনশুমারিতে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর শহরের নতুন কাজার এলাকায় নিজ বাসভবনের হলরুমে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: স্টার

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। যা শিক্ষা ক্ষেত্রে নানা পরিকল্পনায় সহায়ক হবে।

আজ বুধবার সকাল ৮টায় চাঁদপুর শহরের নতুন কাজার এলাকায় নিজ বাসভবনের হলরুমে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, 'জনশুমারির মাধ্যমে সারাদেশের শিক্ষার হারের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছেন, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাবো, সেটি দিয়ে নানা কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।'

তিনি বলেন, 'দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে। এর মাধ্যমে তথ্য, উপাত্ত বের করে এনে গবেষণা ও ব্যবহার অনেক সহজ হবে।'

দীপু মনি বলেন, 'জনশুমারি শুধুমাত্র সংখ্যা জানা নয়, এটি দেশের উন্নয়ন কর্মপরিকল্পনা অন্যতম হাতিয়ার। এই সংখ্যা, পরিসংখ্যান না থাকলে যথাযথ উন্নয়ন সম্ভব হয় না।'

তিনি আরও বলেন, 'দেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করার জন্য এই জনশুমারিতে প্রাপ্ত তথ্য কাজে লাগবে।'

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও জেলা পরিসংখ্যান কর্মকর্তা নাইমা রহমান প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় চাঁদপুরেও ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুরে ১০৪ জন জোনাল ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী জনশুমারিতে কাজ করবেন।

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

43m ago