চট্টগ্রাম-জেদ্দা সরাসরি নৌ যোগাযোগে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটনসহ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরব।
আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান এ কথা জানান।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।
শাহরিয়ার আলম ঢাকা বিমানবন্দরে হজযাত্রীদের জন্য প্রি-ইমিগ্রেশন সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার প্রচেষ্টার জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সৌদি আরবে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। সম্প্রতি সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে।
সৌদি আরবে প্রায় ২০ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন।
Comments