গ্যাস সংকটে চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ
গ্যাস সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় কারখানা বন্ধ রাখা হয়েছে।'
এ ছাড়া শ্রমিক নেতা (সিবিএ সভাপতি) নুরুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টার দিকে কারখানার উৎপান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।'
সিইউএফএলের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু কারখানার পাইপ লাইনে গ্যাসের চাপ কমতে শুরু করলে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
Comments