খুলির হাড় সফলভাবে প্রতিস্থাপন, বাসায় ফিরলেন চমেক শিক্ষার্থী আকিব

চমেক শিক্ষার্থী মাহাদি জে আকিব। ছবি: সংগৃহীত

মাথার খুলির হাড় সফলভাবে প্রতিস্থাপনের পর বাসায় ফিরেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিব।

আজ মঙ্গলবার বিকেলে তাকে চমেক হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৮ মার্চ অপারেশনের মাধ্যমে তার মাথার খুলির হাড়ের একটি অংশ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।'

'অপারেশনের পর আকিবকে পোস্ট-অপারেটিভ পর্যবেক্ষণে রাখা হয়। পুরোপুরি সুস্থ হওয়ায় আমরা তাকে আজ ছেড়ে দিয়েছি,' বলেন ডা. নোমান।

আকিবকে প্রতি ২ থেকে ৩ মাস পর পর চেক-আপের জন্য আসতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমরা তাকে কিছু নির্দিষ্ট ব্যায়ামের পরামর্শ দিয়েছি। এগুলো তিনি বাড়িতে অনুশীলন করতে পারবে।'

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের অক্টোবরে চমেক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আকিব মাথায় আঘাত পেয়েছিলেন।

তখন তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এরপর নিউরোসার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৭ নভেম্বর আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

আরেকটি অস্ত্রোপচারের জন্য এ মাসের শুরুতে তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়।

পেশায় স্কুল শিক্ষক আকিবের বাবা গোলাম ফারুক মজুমদার ডেইলি স্টারকে জানান, 'আকিব অসুস্থ অবস্থায় এমবিবিএস পরীক্ষায় অংশ নেয় এবং সব বিষয়ে পাস করে।'

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, 'আকিবের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য চমেক কর্তৃপক্ষ পূর্ণ সহায়তা দেবে, তার পাশে থাকবে।'

Comments

The Daily Star  | English

Structural weaknesses, poor governance plague economic reform: Debapriya

“If there is no stability in the economy, no other reform will be sustainable,” he said.

1h ago