কুয়াকাটায় নিখোঁজের ৭ দিন পর পর্যটকের সন্ধান মিলল চেন্নাইয়ে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে।
নিখোঁজের ৭ দিন পর আজ শনিবার দুপুরে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে তিনি নিজেই তার পরিবারকে ফোন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাসুদ সিকদার ও মোয়াজ্জেম হোসেন সিকদার ।
গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার।
ফিরোজের বরাত দিয়ে তার ভাই মাসুদ বলেন, 'সৈকতে গোসলে নামার পর ঢেউয়ে গভীর সাগরে ভেসে যান ফিরোজ। পরে সাগরে একটি কলাগাছ ধরে ২৪ ঘণ্টা ভেসে থাকার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাইয়ে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানকার প্রশাসনের জিম্মায় আছেন।'
গলাচিপা থানার ওসি এ আর এম শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ সোর্স থেকে বিষয়টি জেনেছি এবং এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিরোজ চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলেও জেনেছি '
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই মাসুদ তাকে ফোনে জানিয়েছেন।
Comments