ঈদ জামাতে নাশকতার তথ্য নেই, সময় নিয়ে আসার অনুরোধ র‌্যাবের

rab_9jul22.jpg
ছবি: সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সময় নিয়ে আসার অনুরোধ জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান এ অনুরোধ জানান।

তিনি জানিয়েছেন, ঈদ জামাতে এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য নেই।

কামরুল হাসান বলেন, ঢাকা ছাড়াও আমরা দেশের সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ জামাতগুলো কাভার করবো। আামদের প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজস্ব কন্ট্রোল রুম স্থাপন করবে এবং তাদের দায়িত্বে থাকা এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা মনিটরের ব্যবস্থা করবে। যে প্রয়োজন সেখানে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে যাতে যথা সময়ে যথাস্থানে পৌঁছানো যায়।

র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার আমরা সার্বক্ষণিক প্রস্তুত রাখবো। আমাদের কন্ট্রোল রুমে যে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো, বলেন তিনি।

কামরুল আরও বলেন, সাইবার জগতে আমরা যথেষ্ট নজরদারি বজায় রাখি। অনলাইন থেকে তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের প্রতিটি ইউনিট প্রস্তুত থাকে, এখনো সেটি আছে। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ে আমরা এখন পর্যন্ত নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটার তথ্য এখনো আমাদের কাছে নেই। আমরা সব সময় প্রস্ততিমূলক সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় থাকে।

তিনি বলেন, ঈদ আমাদের সবার জন্য একটি আনন্দময় উৎসব। আমরা আশা করছি, আমাদের সবার প্রচেষ্টায় এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের করে সার্বিক নিরাপত্তা বিধান করার মাধ্যমে ঈদ যেন সবাই উৎসবমুখরভাবে পালন করতে পারে সে জন্য র‌্যাব ফোর্সেস—আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।

ঈদগাহ ময়দানে সময় নিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, হাতে সময় নিয়ে এলে আমাদের সুবিধা হয়। কারণ এখানে অনেক মানুষের সমাগম হয়, এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে গেলে কিছুটা দেরি অনেক সময় হয়ে যায়। লম্বা লাইনের সৃষ্টি হয়। এ অবস্থা এড়াতে আমাদের অনুরোধ থাকবে, হাতে সময় নিয়ে আসবেন।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

7h ago