আত্মোৎসর্গকারী ২ বাংলাদেশি শান্তিরক্ষী পেলেন দ্যাগ হ্যামারশোল্ড পদক

কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী ২ বাংলাদেশি শান্তিরক্ষী মেজর এ কে এম মাহমুদুল হাসান ও ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লাকে মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয়েছে।
জাতিসংঘ সদরদপ্তরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ পদক গ্রহণ করেন। ছবি: সংগৃহীত

কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী ২ বাংলাদেশি শান্তিরক্ষী মেজর এ কে এম মাহমুদুল হাসান ও ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লাকে মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয়েছে।

জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেজের কাছ থেকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গতকাল বৃহস্পতিবার তাদের পক্ষে এ পদক গ্রহণ করেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেজর এ কে এম মাহমুদুল হাসান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত মিনুসকা মিশনে এবং ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লা দক্ষিণ সুদানে নিয়োজিত আনমিস মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হন।

বাংলাদেশ স্থায়ী মিশন তাদের পরিবারের কাছে পদক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

এবারের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী ৪২টি দেশের ১১৭ জন শান্তিরক্ষীকে বিশ্ব শান্তিরক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয়।

বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশের ৬ হাজার ৮০২ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে কর্তব্যরত রয়েছেন।

দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত ১৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

7h ago