অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ধারালো অস্ত্রের আঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী আহত
কথা কাটাকাটির জেরে চট্টগ্রামের একটি স্কুলে এক শিক্ষার্থীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী।
শনিবার দুপুরে নগরের খুলশী থানাধীন ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা দ্য ডেইলি স্টারকে জানান, ওই দুই ছাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর মাফ চাইতে গিয়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রী ছুরি সদৃশ্য ধারালো বস্তু দিয়ে নবম শ্রেণির আরেক ছাত্রীকে আঘাত করে। এতে ওই ছাত্রীর কপালে জখম হয়। তার কপালে দুইটি সেলাই লেগেছে।
ওসি জানান, ঘটনার পর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। পরবর্তীতে ওই স্কুলের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধানের দায়িত্ব নেন। ইতোমধ্যে অভিযুক্ত ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। আহত ছাত্রী বাসায় আছে।
এই বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়নি বলে জানান ওসি।
এদিকে, এই বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকেয়া বেগমকে
একাধিকবার ফোন কল করা হলেও যোগাযোগ করা যায়নি।
১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, 'ঘটনার পর আমি ওই স্কুলে গিয়েছিলাম। ইতোমধ্যে অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিস্কার এবং ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঘটনার মীমাংসা করে দেওয়ার জন্য অভিযুক্ত এবং ভুক্তভোগীর পরিবারকে নিয়ে আজ সমঝোতা বৈঠক হবে। বৈঠকে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments