৪৮ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিকার

ভোক্তা অধিকারের অভিযান। ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৪৮টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ রোববার অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৫ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ২০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, মহাখালী, খিলগাঁও, বনশ্রীসহ দেশব্যাপী মোট ৩০টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় জনসচেতনতা বৃদ্ধিতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা করেন।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

14h ago