১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ২০ অক্টোবর
নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১টি মামলায় আগামী ২০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। গত ১০ আগস্ট এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ছিল। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলায় আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। যে কারণে মামলার কার্যক্রম স্থগিত ছিল। এখন আদালতের কার্যক্রম স্বাভাবিক শুরু হওয়ার আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।
২০১৫ সালে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা করে। পরের বছর পুলিশ খালেদা জিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। এর বাইরে এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
Comments