হত্যা মামলা করলেন নিহত মোরসালিনের ভাই, আসামি অজ্ঞাত ১৫০

নিহত মোরসালিন। ছবি: সংগৃহীত

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোকান কর্মচারী মোরসালিন নিহতের ঘটনায় হত্যা মামলা করেছেন তার ভাই নূর মোহাম্মদ।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নিউমার্কেট থানায় তিনি এ মামলা করেন।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক চাঁপা সুলতানা আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত মামলায় কাউকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

নিহত মোরসালিন (২৭) নিউ সুপার মার্কেটে একটি শার্টের দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার বাদী নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই নিহতের ঘটনায় হত্যা মামলা করেছি। তাকে কে মেরেছে জানি না। আমি আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।'

Comments