নিউ মার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষ: মারা গেলেন আহত দোকান কর্মচারী মোরসালিন

নিহত দোকান কর্মচারী মোরসালিন। ছবি: সংগৃহীত

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন (২৭) মারা গেছেন। তিনি নিউ সুপার মার্কেটে একটি শার্টের দোকানে কাজ করতেন। এই ঘটনায় ২ জন নিহত হলেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মোরসালিনের মৃত্যু হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, মোরসালিনের মাথায় আঘাত থাকায় শুরু থেকেই তার অবস্থা আশংকাজনক ছিল।

নিহত মোরসালিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানাইনগর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও ২ সন্তান নিয়ে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে ভাড়া থাকতেন।

তার স্ত্রী অনি আক্তার মিতু গণমাধ্যমকে বলেন, 'মোরসালিন ঢাকা নিউ সুপার মার্কেটে শার্টের দোকানে চাকরি করতেন। ঘটনার দিন হাসপাতাল থেকে মোবাইলে তার আহত হওয়ার খবর পাই।'

তিনি আরও বলেন, 'ঢাকা মেডিকেলে এসে আমরা তাকে অচেতন অবস্থায় পাই। আমাদের এক মেয়ে মেয়ে হুমায়রা ইসলাম লামহা (৭) ও এক ছেলে আমির হামজা (৪)। ২ ভাই এক বোনের মধ্যে মোরসালিন ছিলেন দ্বিতীয়।'

এর আগে গত মঙ্গলবার সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে থেকে এক দোকান কর্মচারী শাকিল আহত অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। শাকিল গণমাধ্যমকে জানিয়েছিলেন সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনের রাস্তায় মোরসালিনের মাথায় ইটের আঘাত লেগেছিল।

Comments

The Daily Star  | English

3 IUT students die, 15 injured as picnic bus electrocuted in Gazipur

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

46m ago