সার্ভার থেকে জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গায়েবের ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

সার্ভার থেকে জন্ম-মৃত্যু নিবন্ধনের বিপুল সংখ্যক তথ্য গায়েবের ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, জন্ম ও মৃত্যু সনদ গ্রহণে নাগরিকদের হয়রানি রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা ও অনীহা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিবন্ধক মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, মনিটরিং, পরিদর্শন ও শিক্ষা শাখার মহাপরিচালক এবং স্থানীয় সরকার বিভাগের অধীন আইন বিভাগের যুগ্ম সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের জনস্বার্থে দায়ের একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ ও রুল জারি করেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago