সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে রিট খারিজ

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

প্রশিক্ষণ, সভা, সেমিনারের নামে রাষ্ট্রীয় খরচে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করতে একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

কোনো সরকারি কর্মকর্তা অপ্রয়োজনে বা সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশে যাননি বলে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে জানানোর পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রিট খারিজে আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করার ব্যাপারে গত ১২ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

ডলারের রিজার্ভ কমতে থাকায় অর্থ মন্ত্রণালয় ওই সার্কুলারে বিদেশে এক্সপোজার ভিজিট, শিক্ষা সফর, উদ্ভাবনী কর্মশালা ও সেমিনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেয়।

গতকাল রোববার সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়। রিটে নেদারল্যান্ডসে হর্টিকালচার প্রদর্শনী ঘিরে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে বিচারিক অনুসন্ধানেরও নির্দেশনা চাওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি এ এস এম আল সনেটের পক্ষে আইনজীবী সৈয়দ সায়েদুল হক রিট করেছিলেন।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

48m ago