সম্রাটের জামিন বাতিলের আদেশ স্থগিত হয়নি, ৩০ মে শুনানি

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সম্রাটের করা আবেদনটি ৩০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকার অন্যতম 'ক্যাসিনো গডফাদার' সম্রাটকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কারণ, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক এই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করতে অস্বীকার করেছেন। 

গত ১৮ মে, হাইকোর্ট নিম্ন আদালতের একটি আদেশ বাতিল করে, যে আদেশে সম্রাটকে জামিন দেওয়া হয়েছিল এবং মামলার বিষয়ে তাকে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

সম্রাটের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা আবেদনের শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।

একই দিন ঢাকার বিশেষ জজ আদালত-৬ জামিন দিলে ১১ মে সম্রাট জামিনে মুক্তি পান। ৪টি মামলায় তিনি আড়াই বছরের বেশি সময় জেল খেটেছেন।

গতকাল জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ সম্রাটের পক্ষে সুপ্রিম কোর্টের চেম্বার বেঞ্চে আবেদন করেন।

Comments