শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন।
আজ বুধবার ৪টি পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী ফারুক হোসেন ২১০ জনের পক্ষে দুটি পৃথক রিটের শুনানি করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ৪৮৩ জনকে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগে এনটিআরসিএকে সুপারিশ করতে হবে। ২০১৯ সালে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তারা প্রারম্ভিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এনটিআরসিএ তাদের নিয়োগে সুপারিশ করেনি।
Comments