লামায় জুমের বাগান পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
বান্দরবানের লামা উপজেলায় দুর্গম লাংকম ম্রো পাড়ায় পাহাড়িদের জুমের বাগান পুড়িয়ে দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'জুম বাগানে আগুন দেয়ার অভিযোগে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার মো. আরিফ এবং মাঝি মো. দেলোয়ারকে আজ রাত প্রায় ৮টার দিকে গ্রেপ্তার করা হয়।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আমরা ওই কোম্পানির বিরুদ্ধে জুমের বাগানে আগুন দেয়ার অভিযোগের সত্যতা পেয়েছি।'
এর আগে, গত ২৬ এপ্রিল বান্দরবানের লামা উপজেলায় দুর্গম লাংকম ম্রো পাড়ায় পাহাড়িদের জুমের বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি রাবার কোম্পানির বিরুদ্ধে। ২৭ এপ্রিল 'রাবার কোম্পানির বিরুদ্ধে ম্রোদের জুমের বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ' শিরোনামে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার২৮ নাগরিকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
Comments