ময়মনসিংহের সেই শিশুর ক্ষতিপূরণ-লালনপালনের খরচ চেয়ে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার সময় জন্ম নেওয়া শিশুকে ক্ষতিপূরণ প্রদান এবং লালনপালনসহ তার সার্বিক কল্যাণ নিশ্চিত করার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।  

আজ সোমবার আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিয়া জনস্বার্থে রিট আবেদনটি করেন।

রিট আবেদনে ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ দিতে, তার সার্বিক কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করতে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে যথাযথভাবে লালনপালনের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়।

কানিজ ফাতিমা ক্ষতিপূরণের বিষয়গুলো তদারকি করার জন্য, শিশুর সুস্থতা নিশ্চিত করার জন্য এবং আদালতে মাঝেমাঝে শিশুটির আপডেট জানানোর জন্য একটি কমিটি গঠন করতে হাইকোর্টকে অনুরোধ করেন।

আবেদনকারীর আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্ট রিট আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানি করতে পারেন।'

গত শনিবার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাম করানোর জন্য গ্রাম থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় গিয়েছিলেন জাহাঙ্গীর আলম (৩৫)।

কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তিনি, তার স্ত্রী রত্না বেগম (২৬) ও মেয়ে সানজিদা (৩)— ৩ জনই নিহত হন। একই সময় দুর্ঘটনাস্থলেই জন্ম নেয় রত্না বেগমের পেটে থাকা শিশুটি।

  

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

36m ago