ম্যাজিস্ট্রেটের টাকা চুরির দায়ে একজনের কারাদণ্ড
রাজধানীর নিউমার্কেট এলাকায় ম্যাজিস্ট্রেটের মানিব্যাগ থেকে ১৪ হাজার টাকা চুরির দায়ে মোহাম্মদ রাসেল নামে একজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার দোহারের বাসিন্দা রাসেলের উপস্থিতিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রায় দেন।
এ ছাড়া, রাসেলকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ের পর আসামিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।
প্রসিকিউশনের তথ্য অনুসারে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আরেক মহানগর হাকিম মো. মামুনুর রশিদ গত ১৬ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে এলিফ্যান্ট রোডের একটি হোটেলে ইফতার কিনতে যান। এ সময় মানিব্যাগ খুলে দেখেন সেখানে ১৪ হাজার টাকা নেই।
এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের অফিস সহকারী মো. জুয়েল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।
এরপর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ গত ১৮ এপ্রিল রাসেলকে গ্রেপ্তার করে। এরপর রাসেল একজন ম্যাজিস্ট্রেটের কাছে টাকা চুরির বিষয়টি স্বীকার করেন।
তদন্ত শেষে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আবদুস সালাম গত ২০ মে রাসেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
Comments