মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকে তারা

আজ বুধবার মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

দেখতে ভদ্রলোক, ভালো পোশাক পরে প্রাইভেটকার বা মাইক্রোবাসে করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকে। তাদের কেউ ড্রাইভারের বেশ ধরে, কেউ যাত্রীর বেশ। রাস্তা থেকে গাড়িতে যাত্রী উঠিয়ে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে সবকিছু লুটে নিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। তাদের পাল্লায় পড়ে লুটপাটের শিকার হওয়ার পাশাপাশি মারাও যায় অনেক অসহায় যাত্রী।

এমন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

এ ৪ জন হলেন মো. কাওছার (২৮), মো. জাফর  (৪২), মো. আলম খান (৫০), ও মো. আনোয়ার হোসেন (৪৫)।

আজ বুধবার মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি) কমান্ডার মেজর মোহাম্মদ আনিছুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা তাদের জানিয়েছে যে দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন মহাড়কে এ ধরনের অপরাধ সংঘটন করে আসছে।

তিনি জানান, চক্রটি রাস্তা থেকে গাড়িতে যাত্রী তুলে মারধর করে নগদ টাকা কিংবা তাদের এটিএম কার্ডের গোপন নম্বর জেনে মহাসড়কের পাশ থেকে কোনো বুথ থেকে টাকা তুলে নেয়। মোবাইল ফোনে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিকাশের মাধ্যমেও টাকা আদায় করে চক্রটি।

অনেক ক্ষেত্রে যাত্রীদের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ মহাসড়কের নির্জন স্থানে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।

চক্রটির কাছ থেকে একটি প্রাইভেটকার, প্রাইভেটকারের ২টি অতিরিক্ত নম্বর প্লেট, ৪টি ধারালো ছুরি, ২টি গামছা, একটি নাইলনের রশি, ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

DUCSU polls set for Sept 9

Draft voter list to be published on July 30; results on election day

1h ago