বরগুনায় সংঘর্ষ: বিএনপির ৩৪২ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বরগুনা

বরগুনার আমতলীতে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় ৩৪২ জনকে আসামি করে মামলা হয়েছে।

মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে ৩১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে আমতলী থানার এসআই মো. ইউনুস আলী এ মামলা করেন।

আজ মঙ্গলবার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিকেল ৪টার দিকে এ কে হাই স্কুল চৌরাস্তা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

হামলার পর ঘটনাস্থল থেকে আটক বিএনপির ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদী এসআই মো. ইউনুস আলী ফকির ডেইলি স্টারকে বলেন, 'সড়ক অবরোধ করে বেআইনি সমাবেশ ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩২ জনের নাম উল্লেখ করে এবং ৩১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।'

আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামানি হিরু, তুহিন মৃধা, যুবদলের সভাপতি কবির ফকির, ছাত্রদল সভাপতি নাজমুল হাওলাদার, যুবদলের সদস্য কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি কবির তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ বিনা কারণে আমাদের শান্তিপূর্ন সমাবেশে লাঠিচার্জ করেছে। এতে আমাদের ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। সভাপতিসহ ১৩ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।'

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

4h ago