পাবনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ লিটার সয়াবিন তেল জব্দ
পাবনার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১ লাখ ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সারাদিন পাবনার বড় বাজার ও কাশিনাথপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ ও জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, পাবনা বড় বাজারে অভিযান চালিয়ে পাইকারী বিক্রেতা উত্তম কুণ্ডুর গুদাম থেকে ৪০ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ ও তাকে দে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, কাশিনাথপুর বাজারের অভিযান চালিয়ে পাইকারী ব্যবসায়ী সুনীলের গুদাম থেকে ৩০ হাজার লিটার সয়াবিত তেল জব্দ ও সাড়ে ৩ লাখ টাকা জরি মানা করা হয়েছে।
এ ছাড়া কাশিনাথপুর বাজারের পাইকারী ব্যবসায়ী আবুল খায়েরের গুদাম থেকে ৩০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ও ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান আতাউর রহমান।
Comments