পরীমনিকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না

porimoni.jpg
আদালতে পরীমনি। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার ফাইল ছবি

মাদক মামলায় চলচ্চিত্র নায়িকা পরীমনিকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

এদিন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ বিষয়ে আদালতের আদেশ চেয়ে আবেদন করেছিলেন।

এর আগে নীলাঞ্জনা রিফাত বাদীকে জেরা করেন। শুনানির তারিখ থাকায় এদিন পরীমনি আদালতে উপস্থিত ছিলেন।

জেরায় বিবাদীপক্ষ মামলার বাদী র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানকে পরীমনির বাসা থেকে মাদক উদ্ধারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। 

জেরা শেষে আদালত আগামী ১৯ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

Comments