পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীতে বিএনপি নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীতে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ (৪২) সদর উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের আগে গত শুক্রবার রাতে আরটিভির অনলাইন সংবাদের ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ আপত্তিকর মন্তব্য করেন।

পরে বিষয়টি পুলিশের নজরে এলে তারা শনিবার তার মুঠোফোন থানা হেফাজতে নিয়ে তদন্ত করে।

এ বিষয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দাবি, তার ফেসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।

পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, 'আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হবে।'

'লিঙ্কগুলো কোথা থেকে এসেছে, তার বিরুদ্ধে আর কী অভিযোগ আছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago