নোয়াখালীতে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটার অভিযোগে মামলা

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সদর উপজেলায় এক সহকারী শিক্ষা কর্মকর্তার ওপর হামলা চালিয়ে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার দুপুর ২টার দিকে পৌরসভার রশীদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষা কর্মকর্তা আব্দুর রব (৪৮) উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। 

শুক্রবার রাত ১১টার দিকে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. মিজানুর রহমান বলেন, 'হামলার শিকার ব্যক্তি শুক্রবার সন্ধ্যার থানায় একটি লিখিত অভিযোগ দেন। রাতে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।'

শিক্ষা কর্মকর্তা আব্দুর রব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কয়েক মাস আগে রশীদ কলোনি এলাকায় একটি ভবনের নির্মাণ কাজ শুরু করি। কাজ শুরু করার পর স্থানীয় ২ যুবক আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। এরপর এ বছরের ফেব্রুয়ারিতে থানায় অভিযোগ করি। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত সপ্তাহে সে জামিনে মুক্ত হয়।'

তিনি আরও বলেন, 'শুক্রবার আমি ও আমার ছেলে নামাজ পড়ে বের হলে ৪-৫ জন যুবক হামলা করে হাতুড়িপেটা করে। এ সময় আমার ও ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।'

Comments