নিষ্পত্তির আগ পর্যন্ত জাপানি মায়ের সঙ্গে থাকবে ২ শিশু: আপিল বিভাগ

ছবি: সংগৃহীত

নাকানো জেসমিন মালিকা (১২) এবং নাকানো লায়লা লিনা (১০) তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর সঙ্গে থাকবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত বছরের ফেব্রুয়ারিতে এই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসেন তাদের বাবা বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক ইমরান শরীফ।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি নাবালকদের হেফাজতে চেয়ে ইমরানের দায়ের করা মামলা ঢাকায় সংশ্লিষ্ট পারিবারিক আদালতে নিষ্পত্তি না করা পর্যন্ত জেসমিন ও লায়লা তাদের মা এরিকোর হেফাজতে থাকবে।

আপিল বিভাগের আদেশে আরও বলা হয়েছে, এরিকোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে ইমরান সুবিধাজনক সময়ে সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

আপিল বিভাগের আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৩ মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে পারিবারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও, এ মামলায় হাইকোর্টের রায় ও আদেশও বাতিল করেছেন সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকোর করা আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী আজমালুল হোসেন, আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির এরিকোর পক্ষে এবং আইনজীবী ফিদা এম কামাল ও ফওজিয়া করিম ফিরোজ ইমরানের পক্ষে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন।

এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'এরিকো তার মেয়ে জেসমিন ও লায়লাকে নিয়ে ঢাকার বারিধারায় একটি হোটেলে অবস্থান করছেন।'

Comments