ধলেশ্বরী দূষণ: সাভারে ৭ ট‍্যানারি কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমণের মাধ্যমে ধলেশ্বরী নদী দূষণ করায় সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ৭টি ট‍্যানারি কারাখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার দ‍্য ডেইলি স্টারকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে আজ সেখানে দিনব‍্যাপী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদী দূষণ করায় সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ৭টি ট‍্যানারি কারখানা মেসার্স সিটি লেদার, ইউসুফ ব্রাদার্স টেনারিজ প্রাইভেট লিমিটেড, মেসার্স সাথী লেদার লিমিটেড, গ্রেট ইস্টার্ন ট্যানারি প্রাইভেট লিমিটেড, বাংলা ট্যান লেদার প্রোডাক্টস লিমিটেড, ফেনী লেদার লিমিটেড ও মেসার্স পূবালী ট্যানারী লিমিটেডের পানি ও বিদ‍্যুত সংযোগ বিচ্ছিন্নসহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
 
অভিযানে ছিলেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রবিউল আওয়াল খান, হায়াত মাহমুদ রকিব ও পরিদর্শক প্রতীক ইসলাম।

এ ধরনের দূষণকারী ট্যানারিগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

3h ago