খুলনায় মুন্ডা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৫

স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার কয়রা উপজেলার মুন্ডা সম্প্রদায়ের এক নারীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে কয়রা উপজেলার নলপাড়া গ্রামের এই ঘটনায় ভুক্তভোগী আজ বিকেলে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা ঘটনা জানতে পেরে গৃহবধূকে আমাদের হেফাজতে নিয়ে এসেছি। পুলিশ বিভিন্ন জায়গা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।'

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানালেও আসামিদের নাম প্রকাশ করেননি ওসি। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ভুক্তভোগীর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী শেখ বলেন, ওই নারীর স্বামী ইটভাটায় কাজ করেন।

Comments