খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ আগস্ট পর্যন্ত স্থগিত
জাতীয় পতাকা অবমাননা এবং ১৫ আগস্ট 'ভুয়া জন্মদিন' পালনের অভিযোগে দায়ের করা ২টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন ঢাকার একটি আদালত।
আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ মামলাগুলোর শুনানি স্থগিত চেয়ে পৃথক ২টি আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।
আবেদনে খালেদা জিয়ার আইনজীবী বলেন, সরকারের নির্বাহী আদেশে কারাগারের 'বাইরে থাকা খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারছেন না। এর আগে হার্টের সমস্যার কারণে নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়। তিনি এখন তার গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুতরাং শুনানি স্থগিত করা উচিত।'
এ নিয়ে বিভিন্ন কারণে মামলার শুনানি ২০ বার পেছাল।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে মামলার বাদীরা কেউ আজ উপস্থিত ছিলেন না।
দেশের মানচিত্র ও জাতীয় পতাকা 'অবমাননার' দায়ে খালেদা জিয়া ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক ঢাকার একটি আদালতে একটি মামলা করেন।
পরে জিয়াউর রহমানের নাম অভিযোগ থেকে বাদ দেন আদালত।
এ ছাড়া, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে 'ভুয়া জন্মদিন' পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার আরেকটি আদালতে অপর মামলাটি করেন।
এগুলো ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা ঢাকার অপর ৩টি আদালতে বিচারাধীন।
Comments