আরও ১৪ দিনের রিমান্ডে পি কে হালদার
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/05/17/pk_0.jpg)
অর্থপাচার মামলায় ভারতে গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতকে জানিয়েছে,, পি কে হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আরও সময় প্রয়োজন।
বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পি কে হালদারকে গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার অশোকনগর থেকে আরও ৫ বাংলাদেশির সঙ্গে গ্রেপ্তার করে ইডি।
গ্রেপ্তারের পর ইডি জানিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন পি কে হালদার।
তিনি জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন।
Comments