অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

আদালতের আদেশের পর আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৪ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমাতুল মোর্শেদা তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, পুলিশ আসামিদের ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকাল ১০টায় গ্রেপ্তারকৃত আসামি রহমতুল্লাহ বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম ও সৈয়দ রিমনকে আদালতে হাজির করা হয়।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago