‘মমতার বাড়িতে অনুপ্রবেশকারী গত বছর সাঁতরে বাংলাদেশে এসেছিলেন’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: রয়টার্স
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: রয়টার্স

ভারতের কলকাতার কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গভীর রাতে নিরপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়া ব্যক্তি সম্পর্কে নতুন তথ্য দিয়েছে কলকাতা পুলিশ।

আজ মঙ্গলবার পুলিশ জানায়, হাফিজুল মোল্লা গত বছর অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন এবং কোনো একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে।

কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সন্ধ্যায় জানান, হাফিজুল মোল্লা গত বছর দুর্গা পূজার সময় সাঁতার কেটে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন এবং কয়েকদিন থাকেন।

মমতার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ভাঙার বিষয়ে তদন্তকারী দলের অন্যতম এই সদস্য আরও জানান, হাফিজুল মোল্লার কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি বাংলাদেশে কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কী করেছেন।

পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা বলেন, 'হাফিজুল মোল্লা কোনো একটি জঙ্গি দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এমন আলামত আমরা পেয়েছি। তবে কোনো কিছুই এখনও নিশ্চিত না।'

তদন্ত থেকে জানা গেছে, হাফিজুল মোল্লা অন্তত ১১টি সিম কার্ড ব্যবহার করেছেন। তিনি এই সিমগুলো ব্যবহার করে বাংলাদেশি এবং ভারতের ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের কিছু নম্বরে কল করেছেন।

'তবে এসব কথোপকথনের বিষয়বস্তু কী ছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি,' যোগ করেন কলকাতা পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, হাফিজুল মোল্লা অন্তত ৭ বার কালীঘাট এলাকায় গিয়ে মোবাইল ফোন ব্যবহার করে মমতার বাসভবনের ছবি তুলেছিলেন। তিনি স্থানীয় শিশুদের চকলেট দিয়ে প্রলুব্ধ করেছিলেন, যাতে তারা ওই বাড়ি সম্পর্কে তথ্য জোগাড় করে নিয়ে আসে।

কলকাতার কালীঘাটে অবস্থিত মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসস্থান।
কলকাতার কালীঘাটে অবস্থিত মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান। ছবি: সংগৃহীত

হাফিজুল মোল্লা উচ্চ পর্যায়ের জি-প্লাস নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে একটি লোহার রডসহ মমতার বাসভবনে ঢুকে পড়েন। সারারাত সেখানে এক কোণে ঘাপটি মেরে বসে থাকেন তিনি। সকালে নিরাপত্তা কর্মীরা তাকে খুঁজে পেয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

গতকাল হাফিজুল মোল্লার পুলিশী হেফাজতের মেয়াদ ১৮ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

 

Comments

The Daily Star  | English

Khulna-Dhaka train service via Padma Bridge takes off

The new route via the Padma Bridge will cut travel time to just under four hours

21m ago