গজল শিল্পী ভূপিন্দর সিং মারা গেছেন
ভারতের খ্যাতিমান গজল শিল্পী ভূপিন্দর সিং মারা গেছেন। সোমবার রাতে মুম্বাইয়ে তিনি মারা যান।
তার স্ত্রী মিতালি সিংয়ের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন ভূপিন্দর সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ভূপিন্দর সিং ১৯৪০ সালের ৬ ফেব্রুয়ারি পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার বাবা অধ্যাপক নাথা সিংও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন।
১৯৮০ সালে ভূপিন্দর বাঙালি শিল্পী মিতালি মুখার্জিকে বিয়ে করেন।
দিল ঢুনঢতা হ্যায়, নাম গুম জায়েগা, এক আকেলা ইস শহর মে, বিতি না বিতাই রয়না ভূপিন্দর সিংয়ের গাওয়া অন্যতম জনপ্রিয় গান।
Comments