কাগজ আমদানি সীমিত করছে ভারত
দেশের কাগজ শিল্পের ডাম্পিং সমস্যা সমাধানে নিউজপ্রিন্টসহ অন্যান্য কাগজ আমদানি সীমিত করার ঘোষণা দিযেছে ভারত। আগামী ১ অক্টোবর থেকে এ সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জেনারেল কর্তৃক এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধান প্রধান কাগজে তৈরি পণ্যের 'উন্মুক্ত আমদানি' থেকে 'কাগজ আমদানি পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে বাধ্যতামূলক নিবন্ধন সাপেক্ষে উন্মুক্ত'তে স্থানান্তরিত করা হয়েছে।
এই বিধিনিষেধ নিউজপ্রিন্ট, হ্যান্ডমেড পেপার, ওয়ালপেপার বেস, ডুপ্লিকেটিং পেপার, কোটেড পেপার, আনকোটেড পেপার, লিথো এবং অফসেট পেপার, টিস্যু পেপার, ওয়াল পেপার, খাম, টয়লেট পেপার, কার্টন, অ্যাকাউন্ট বই, লেবেলে ক্ষেত্রে প্রযোজ্য হবে মতো কাগজের তৈরি পণ্যের আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে কারেন্সি পেপার, ব্যাংক বন্ড ও চেকের কাগজ এবং সিকিউরিটি প্রিন্টিং পেপারের মতো কাগজে তৈরি পণ্য এই বিধিনিষেধের বাইরে থাকবে।
Comments