পরাশক্তিগুলোর ‘দাবার গুটি’ হবেন না: দক্ষিণ-পূর্ব এশিয়াকে চীন
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বৈশ্বিক পরাশক্তিগুলোর 'দাবার গুটিতে' পরিণত না হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) সচিবালয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াং বলেন, 'এই অঞ্চলের অনেক দেশ কোনো পক্ষ নেওয়ার জন্য চাপের মধ্যে আছে।'
তিনি আরও বলেন, 'আমাদের এই অঞ্চলকে ভূ-রাজনৈতিক হিসাবনিকাশ থেকে দূরে রাখা উচিত, পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও জোর-জবরদস্তিতে ''দাবার গুটি'' হিসেবে ব্যবহৃত হওয়া থেকে দূরে রাখা উচিত।'
'আমাদের অঞ্চলের ভবিষ্যত আমাদের নিজেদের হাতে থাকা উচিত', যোগ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া পরাশক্তিগুলোর বিরোধের জায়গা হয়ে উঠেছে। এ অঞ্চলের দেশগুলো এখন যুক্তরাষ্ট্র আর চীনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে যাওয়া নিয়েও উদ্বিগ্ন।
Comments